আবার ইনজুরিতে নেইমার
প্যারিস সেন্ট জার্মেইনে আসার পর নিয়ম করে জন্মদিনে ইনজুরিতে পড়ছেন নেইমার। ব্রাজিল তারকা বার্সেলোনা ছাড়ার পর এ নিয়ে তিন মৌসুম পিএসজিতে খেলছেন। লিগ জিতলেও তার দল অধরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। আর তার পেছনে অন্যতম কারণ হতে পারে গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের ইনজুরিতে পড়া।
নেইমার প্রতিবারই তার জন্মদিনের ঠিক আগে নয়তো পরে ইনজুরিতে পড়ছেন। দু'দিন আগে ব্রাজিল ফরোয়ার্ড তার পিএসজি কোচ টমাস টাখেলকে অমান্য করে বড় করে জন্মদিনের অনুষ্ঠান করেছেন। ওই জন্মদিন অনুষ্ঠানের স্পন্সর ছিল 'রেড বুল'। কিন্তু জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরতেই ইনজুরিতে পড়েছেন তিনি।
বুধবার নান্তেসের বিপক্ষে ম্যাচে তিনি তাই খেলতে পারবেন না। সংবাদ মাধ্যমের খরব অনুযায়ী, নেইমার তার পাঁজরের ইনজুরিতে পড়েছেন। তবে এই ইনজুরি খুব বড় কিছু নয় বলেই এখন পর্যন্ত জানা গেছে। প্রকৃতপক্ষে নেইমামের জন্মদিন বুধবার। ওই দিন ২৮ বছরে পা রাখবেন তিনি। কিন্তু পিএসজির ম্যাচ থাকায় আগেভাগে নেইমার জন্মদিনের পার্টিটা সেরে ফেলেছেন।
এর আগে গত মৌসুমে ঠিক এই সময়ে ইনজুরিতে পড়েন ব্রাজিলের বর্তমান দলের সেরা এই তারকা। জানুয়ারির শেষ সপ্তাহে পায়ের মেটাটারসালে চিড় ধরা পড়ে তার। ওই ইনজুরিতে মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। এর আগে ২০১৮ সালে পিএসজিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেও মেটাটারসাল ইনজুরিতে পড়েন নেইমার। সেটা ছিল ২৭ ফেব্রুয়ারি ঘটনা। অর্থাৎ জন্মদিন পালনের কিছুদিন পরে সেবার ইনজুরিতে পড়েন তিনি।
ম্যাচের আগে নেইমারের জন্মদিনের উৎসবকে ভালোভাবে নেননি পিএসজি কোচ টাখেল, 'আমি সব সময়ই চাই আমার ফুটবলাররা ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এভাবে চললে আসলে ভালো থাকা যায় কি-না আমি জানি না।' শুধু নেইমারের সঙ্গে নয় এমবাপ্পের সঙ্গেও সম্পর্ক খারাপ যাচ্ছে পিএসজির জার্মান কোচ টাখেলের। সর্বশেষ ম্যাচে এমবাপ্পেকে বদলি হিসেবে তুলে নিলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।